সারা বাংলা

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক লীগের এই নেতার নাম কাজী মামুন (২২) । তিনি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের শামছুল আলমের ছেলে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সাইফ উদ্দিন নিরব ও সিয়াম আহমেদ বিজয় বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাজী মামুনের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা।’ তবে স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী মামুন বলেন, ‘কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান এক দল সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা চালিয়েছে। এসময় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদ, সাধারণ সম্পাদক সজিব, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সবুজ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সদস্য শাহ-পরান শাকিলসহ আরো ১৫/২০ জন আমাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে।’ এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। যার ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায় নি। তবে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম আলাউদ্দিন বলেন, ‘কাজী মামুনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ রাইজিংবিডি/ লক্ষ্মীপুর/২২ মে ২০১৯/ফরহাদ হোসেন/টিপু