সারা বাংলা

পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ নির্মাণে কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ নির্মাণের কাজ করায় কোটি টাকা জরিমানা হলো চট্টগ্রামের কর্ণফুলী ড্রাইডক এর। পরিবেশ অধিদপ্তরের নিয়মিত শুনানিতে উভয়পক্ষের উপস্থিতিতে এই জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জানান, কর্ণফুলী ড্রাইডক চট্টগ্রামের সদরঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে জাহাজ নির্মাণের কাজ করে আসছিল। একাধিকবার এই প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করা হয়। সর্বশেষ মঙ্গলবার শুনানীতে তাদের ডাকা হয়। উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এক কোটি টাকা জরিমানা পরিশোধের আদেশ দেওয়া হয়। অবিলম্বে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৩ মে ২০১৯/রেজাউল/টিপু