সারা বাংলা

সিলেটে ছুটির দিনে যানজট, বৃষ্টিতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে শুক্রবার ছুটির দিনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১১টার পর থেকে নগরীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয় এবং পরে তা তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে শহরে আসা পরীক্ষার্থীদের। এ সময় যানবাহন সংকটও দেখা দেয়। নগর ঘুরে দেখা যায়, পরীক্ষার পর নগরীর বন্দর বাজার, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, জিন্দাবাজার, টেকনিক্যাল রোড, টিবি গেটসহ নগরীর প্রায় সব ব্যস্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। যানজটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে ট্রাফিক পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় দুপুর ১টার পর থেকে নগরীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। শুক্রবার সিলেট জেলার ছয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। রাইজিংবিডি/সিলেট/২৪ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল