সারা বাংলা

বাগেরহাটে হঠাৎ ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে হঠাৎ ঝড়ে বিভিন্ন উপজেলার শতাধিক ঘর ও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতি হয়েছে ছোট বড় কয়েকটি সড়কের। শনিবার ভোরে বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ে এ সব ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মির্জাপুর, গুজিহাটি ও পিসিডেমা এলাকায় কমপক্ষে ৫০টি কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। গাছ উপড়ে পড়ায় কাড়াপাড়া গ্রামের রাস্তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কচুয়া, শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। রাইজিংবিডি/বাগেরহাট/২৫ মে ২০১৯/আলী আকবর টুটুল/বকুল