সারা বাংলা

হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। আগের রাতে প্রবল বর্ষণের পর হালদা নদী ও এর আশেপাশের খালগুলোতে ঢলের সৃষ্টি হওয়ায় শনিবার সকালে নদীতে নমুনা ডিম ছাড়ে রুই জাতীয় মিঠাপানির মাছ। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এশিয়ার মধ্যে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। প্রতিবছর এই সময়ে মাছের পোনা আহরণে উম্মুখ থাকেন শত শত জেলে। বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হলে নদীতে মা মাছগুলো প্রথমে নমুনা ডিম ছাড়ে। পরবর্তী সময়ে পুরোপুরি ডিম ছাড়ে মা মাছ। বর্তমানে ডিম আহরণে হালদা নদীর বিভিন্ন অংশে অবস্থান নিয়েছেন জেলেরা। মাছের ডিম সংরক্ষণ করে ডিম থেকে রেণু পোনা আহরণেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অন্যান্য বারের তুলনায় ডিম সংগ্রহ ও সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত কুয়া এবং সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ মে ২০১৯/রেজাউল/রফিক