সারা বাংলা

খুলনায় ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ২০১৮-১৯ অর্থ বছরের আর্থিক সাহায্যের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রধান অতিথি বলেন, সরকার ইমাম ও মুয়াজ্জিনের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর একটি প্রমাণ হলো ইমাম এবং মুয়াজ্জিনের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন। এই ট্রাস্টে এ পর্যন্ত প্রায় ৩২ কোটি টাকা প্রদান করা হয়েছে। এই সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। এই সনদপত্র দিয়ে বিভিন্ন চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের নেতা হিসেবে সন্ত্রাস ও জঙ্গিতৎপরতারোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন। পরে জেলা প্রশাসক খুলনা মহানগরসহ নয়টি উপজেলার প্রায় ৯১ জন ইমাম এবং মুয়াজ্জিনদের মাঝে পাঁচ হাজার টাকা করে ৪ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করেন। রাইজিংবিডি/খুলনা/২৭ মে ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল