সারা বাংলা

নারায়ণগঞ্জে রাজীব হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার রাজীব হত্যা মামলার রায়ে দু'জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহতের চাচাত ভাই রুবেল মিয়া এবং তার সহযোগী খায়রুল বাশার। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন। মামলার বাদী নিহত রাজীবের বাবা গোলাম হোসেন জানান, ২০১৬ সালে ঈদের আগের দিন বিকেলে বাড়ির সামনে থেকে অপহরণ হয় ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার রাজীব। পরদিন কুমিল্লার গৌরীপুরের পেন্নাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে নিহতের চাচাত ভাই রুবেল মিয়া ও তার সহযোগী খায়রুল বাশারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত বলেছেন, পারিবারিক কলহ ও সম্পদ বিষয়ক কারণে রাজীবকে হত্যা করা হয়েছে। রাইজিংবিডি/ নারায়ণগঞ্জ / ৩০ মে ২০১৯/ হাসান উল রাকিব /টিপু