সারা বাংলা

যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের শহরের কলেজ পাড়ার তালতলা এলাকায় যৌতুকের ১০ হাজার টাকা না পেয়ে আরিফা (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের তালতলা এলাকায় আরিফার স্বামী আরিফ মিয়ার বাড়িতে হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে রোববার বিকেলে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আরিফা সদর উপজেলার ভরসার মোড় এলাকার আলম মিয়ার মেয়ে। দুই বছর আগে তালতলার রাজমিস্ত্রি আরিফের সঙ্গে তার বিয়ে হয়। এ ঘটনায় আরিফার মা কোহিনুর বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবারের দাবি জামাতার দারি করা ১০ হাজার টাকা দিতে না পারায় তাদের মেয়েকে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু আহমেদ জানান, প্রাথমিক তদন্তে নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  রাইজিংবিডি/কুড়িগ্রাম/২ জুন ২০১৯/বাদশাহ্ সৈকত/বকুল