সারা বাংলা

রাজশাহীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফুরজান আলী (৬৫) এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফুরজান আলী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া গ্রামের বাসিন্দা। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ফুরজান আলীর লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি গাছে ঝুললেও তার পা ছিল মাটি ছুঁয়ে। আর পুরো শরীরে লেগে ছিল কাঁদা। ফলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ফুরজান আলীর দ্বিতীয় স্ত্রীর বাড়ি হরিশংকরপুর গ্রামে। এ বছর ফুরজানের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা ছিল। তাই রোববার তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের ভেতর একটি গাছে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে তারা গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠান।’ ওসি জানান, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তারা নিশ্চিত হতে পারেননি। তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। রাইজিংবিডি/রাজশাহী/১০ জুন ২০১৯/তানজিমুল হক/টিপু