সারা বাংলা

নোয়াখালীতে ১৩ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হারুন (৩৫) ও তার সহযোগী সাগরকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপ গান, একটি কার্টুজ ও ২২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হারুন উপজেলার বাড়ইচাতলা গ্রামের আবুল খায়েরের ছেলে ও সাগর একই গ্রামের জাকির হোসেনের ছেলে। র‌্যাব সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে বাড়ইচাতলা এলাকার সন্ত্রাসী হারুনের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি দল । এসময় একটি পাইপ গান, একটি কার্টুজ ও ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে তার সহযোগী সাগরের বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ সাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ নোয়াখালী ও লক্ষীপুরের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেগমগঞ্জ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাইজিংবিডি/নোয়াখালী/১০ জুন ২০১৯/মাওলা সুজন/সাইফুল