সারা বাংলা

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী গুজব, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহ পরাণ (রহ.) থানার খাদিমপাড়া এলাকা থেকে মো. জুয়েল আহমদ (৩২) নামের ওই যুবককে আটক করা হয়। আটক জুয়েল শাহ পরাণ (রহ.) থানার দাসপাড়া গ্রামের মৃত আবদুন নূরের ছেলে। র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) ওবাইন জানান, দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ও রাষ্ট্র বিরোধী গুজব ছড়াচ্ছিল খালেদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে মঙ্গলবার মহানগর পুলিশের শাহ পরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তা ছাড়া, তার ব্যবহৃত মোবাইলফোনটিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। রাইজিংবিডি/সিলেট/১১ জুন ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সাইফুল