সারা বাংলা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

নওগাঁ সংবাদদাতা : জেলার মহাদেবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মহিষবাথান বাজার এলাকায় মহাদেবপুর-নজিপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রোহানী ইসলাম (১৯) ও আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, রাত ১০টার দিকে সাগর হোসেন তাঁর ভগ্নিপতির মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে মহাদেবপুর উপজেলার দিকে আসছিলেন। মহিষবাথান বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা তিনজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রাইজিংবিডি/১২ জুন ২০১৯/এসকে/এনএ