সারা বাংলা

গোপালগঞ্জে ৪টি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিরল প্রজাতির চারটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। পরে তা গোপালগঞ্জ বন বিভাগের কাছে তুলে দেয়া হয়। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘোষেরচর মধ্যপাড়া থেকে বাচ্চা উদ্ধার করা হয়। প্রথম দিকে এগুলো মেছো বাঘ বলে ধারণা করা হলেও পরবর্তীতে এগুলো গন্ধগোকুলের বাচ্চা বলে জানায় খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্র। সদর উপজেলার ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের একটি তাল গাছে ভিন্ন সুরের প্রাণীর ডাক শুনতে পায় অপূর্ব দাশসহ কয়েকজন কিশোর। পরে ৫/৬ জন বন্ধু মিলে ওই তাল গাছ থেকে চারটি গন্ধগোকুলের বাচ্চাকে নিচে নামিয়ে আনে তারা। এ সময় প্রাণীগুলোকে দেখার জন্য স্থানীয়রা ভিড় জমায়। পরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে আসে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রে ওই গন্ধগোকুলের বাচ্চাগুলো হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া প্রাণী গন্ধগোকুলের বৈজ্ঞানিক নাম Asian Palm Civet (বৈজ্ঞানিক নাম এশিয়ান প্লাম সিভিট)। এসব প্রাণী মূলত নিশাচর প্রাণী। এরা রাতের বেলায় আহার সংগ্রহ করে থাকে। বিভিন্ন পোকা-মাড়ক খেয়ে জীবন ধারণ করে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৩ জুন ২০১৯/বাদল সাহা/বকুল