সারা বাংলা

মোহনায় মুখোমুখি ২ জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় দুটি কন্টেইনারবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কর্ণফুলী নদীর মোহনা হয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমন ও বহির্গমন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই  ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। বন্দর সূত্র জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর থেকে একটি কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে প্রবেশ করছিল। এটি কর্ণফুলী নদীর মোহনায় পৌঁছলে বিপরীতমুখী একটি তেলের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এর ফলে দুটি জাহাজই কর্ণফুলী নদীর মোহনায় আটকা পড়ে। এর ফলে বন্দরের দিকে কোন জাহাজ প্রবেশ এবং বের হতে পারছে না। তবে বন্দর কর্তৃপক্ষ বড় টাগবোট দিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। এই সংঘর্ষের ঘটনায় কেউ আহত হয়নি। জাহাজ দুটির সামনের অংশে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ জুন ২০১৯/রেজাউল/শাহেদ