সারা বাংলা

বন্দরে যুক্ত হচ্ছে ২ স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হচ্ছে দুটি স্ক্যানার। যার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। আগামী মাসে চীন থেকে এই দুই স্ক্যানার আনা হচ্ছে। বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন দুই স্ক্যানার আসলে প্রাধন এই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম বন্দরের কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, ‘অবৈধ বা আমদানি নিষিদ্ধ পণ্য শনাক্ত করতে বন্দরে নতুন করে দুটি কন্টেইনার স্ক্যানার যুক্ত করা হচ্ছে। এতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। কার্যক্রম আরো গতিশীল হবে।’ তিনি আরো বলেন, ‘আগে থেকেই বন্দরে ৩টি কন্টেইনার স্ক্যানার রয়েছে। এখন দুটি যুক্ত হলে স্ক্যানারের সংখ্যা হবে ৫টি। জুলায়ের মাঝামাঝি চীন থেকে স্ক্যানার দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ৯০ কোটি টাকা। নতুন স্ক্যানার বসানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বন্দর সূত্র জানায়, বন্দরের ৪ নম্বর, ৫ নম্বর এবং সিসিটি-২ টার্মিনালে একটি করে ফিক্সড কন্টেইনার স্ক্যানার আছে। এই তিনটি স্ক্যানার মেশিনের মাধ্যমে বন্দরের যাবতীয় কন্টেইনার স্ক্যানিং করে পণ্যের সঠিকতা যাচাই করা হয়। এতে অধিক কন্টেইনারের চাপে অনেক সময় স্ক্যানিংয়ে জট লেগে যায়। এই অবস্থায় নতুন স্ক্যানার যুক্ত হলে কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে। আমদানি-রপ্তানিকারকরাও এতে উপকৃত হবে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জুন ২০১৯/রেজাউল/টিপু