সারা বাংলা

ফরিদপুর পৌরসভার ২৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার (বর্ধিতসহ) ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র শেখ মাহ্তাব আলী মেথু। এ সময় তিনি ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত ২ শত ৬৪ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৮১৬ টাকার বাজেট তুলে ধরেন। বাজেটে রাজস্ব খাত থেকে ৪১ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৫১২ টাকা, উন্নয়ন খাত থেকে ১৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৪ টাকা, মূলধন খাত থেকে ১০ কোটি ৫৫ হাজার ৭৬৯ টাকা ও বিভিন্ন প্রকল্প খাত থেকে ১ শত ৯৯ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন। বাজেট ঘোষণার সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, সচিব মো. তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, হিসাব রক্ষক মো. ফজলুল করিম আলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ২০১৮-২০১৯ সালের বাজেট থেকে এবারের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট দ্বিগুণের বেশি বলে সাংবাদিকদের জানান মেয়র শেখ মাহ্তাব আলী মেথু। মেয়র এ বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। রাইজিংবিডি/ফরিদপুর/১৭ জুন ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল