সারা বাংলা

পাবনায় জুয়াড়ি ইউপি চেয়ারম্যানসহ আটক ১০

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে জুয়া খেলার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল (৪০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ (৪২), চর সুজানগর গ্রামের আব্দুস সাত্তার (৫২), মোমিন হোসেন (৩৫), কালাম হোসেন (৩১), রেজাউল করিম মানিক (৪০), নাজির খান (৪৬), দীলিপ কুমার সরকার (৪০), পাশু সরকার (৪০), গোকুলনগর গ্রামের আশিস কুমার (৪০) । সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত দশটার দিকে সুজানগর বাজারে এন এ কলেজের পশ্চিম পাশে জনৈক আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় উল্লেখিত ১০ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ২১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় সুজানগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) অরবন্দি সরকার। রাইজিংবিডি/পাবনা/১৮ জুন ২০১৯/শাহীন রহমান/টিপু