সারা বাংলা

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ি দুই নারী

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর মুন্সিপাড়া গ্রামের মিজানুর রহমান বাবুর বাড়িতে শুক্রবার সকালে বিয়ের দাবি নিয়ে আসেন দুই নারী। বাবু ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সেখানে এই দুই নারীর সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। ওই দুই নারীর গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে গা-ঢাকা দিয়েছেন বাবু। দুই দিন অবস্থান করার পর রোববার সকালে বাবুর পরিবার ও স্থানীয়রা ওই দুই নারীকে তাড়িয়ে দিয়েছেন। ভুক্তভোগী নারীর স্বজন, স্থানীয় চেয়ারম্যান ও থানা সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর মুন্সিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবু ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে তিন বছর ধরে দুই নারী পোশাককর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বাবু। এদের একজন স্বামী পরিত্যক্তা। তার বাড়ি জামালপুরের মাদরগঞ্জ উপজেলায়। তিনি সম্প্রতি গর্ভবতী হয়ে পড়েন। অপর নারীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। দুইজনের সঙ্গেই বাবু ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। দুই নারী যখন বিয়ের জন্য বাবুকে চাপ দেয়, তখন বাবু গা-ঢাকা দিয়ে তারাগঞ্জে চলে আসেন। বাবুকে খুঁজতে দুই নারী তারাগঞ্জে চলে আসেন। বাবুর পরিবার তাদের বাড়ি উঠতে দেয়নি। তারা পার্শ্ববর্তী বাড়িতে অবস্থান করেন। রোববার সকালে ওই দুই নারীকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ভয়ে নারীরা ও তার অভিভাবকরা সেখান থেকে চলে যায়। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল বলেন, তিনি তাদের থানায় যেতে বলেছেন। প্রতারণা করে ধর্ষণের মামলা হওয়া উচিত বলে তিনি মনে করেন। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, তিনি বিষয়টি শুনেছেন। ঘটনা ঘটেছে ঢাকায়। তারা ঢাকায় গিয়ে মামলা করবেন বলে জেনেছেন। রাইজিংবিডি/রংপুর/২৩ জুন ২০১৯/নজরুল মৃধা/বকুল