সারা বাংলা

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী গ্রেপ্তার

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় দালালসহ এক রোহিঙ্গা নারী গ্রেপ্তার হয়েছে। রোববার দুপুরে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা নারী ইয়াছমিন আক্তার (২০) ও দালাল ইমান আলী (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির। সাহজাহান কবির জানান, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিলে কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নারী শনাক্ত হলে তাকে ও সঙ্গে থাকা দালালকে আটক করা হয়। দালাল ইমান আলী লক্ষ্মীপুরের রায়পুরের লুদুয়া গ্রামের তরিক আলীর ছেলে। তিনি পেশায় গাড়ি চালক। রাইজিংবিডি/নরসিংদী/২৩ জুন ২০১৯/গাজী হানিফ মাহমুদ/বকুল