সারা বাংলা

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালেয়র তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছেন।

সোমবার ভোরে চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজাব্বারের কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

নিহত ফকির বাতাইন্যা লক্ষীপুর জেলার রামগতির টুমচরের মোস্তফা বাতাইন্যার ছেলে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জলদস্যু ফকির বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করতে যায় র‌্যাব। তার বাড়িতে প্রবেশের সময়  র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়।  র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ফকির বাতাইন্যাকে উদ্ধার করে চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ফকির বাতাইন্যার  বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ ৫টি মামলা রয়েছে। রাইজিংবিডি/নোয়াখালী/২৪ জুন ২০১৯/মাওলা সুজন/ইভা