সারা বাংলা

বিলুপ্তপ্রায় ১৯ প্রজাতির মাছের চাষাবাদ কৌশল উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : দেশের ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৬৪ প্রজাতি বিলুপ্তপ্রায়। এগুলোর মধ্যে ১৯ প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  ড. জসিম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার ময়মনসিংহে 'মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

ড. জসিম উদ্দিন খান বলেন, মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ স্থানে এবং ইলিশ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার জন্যই এ সফলতা এসেছে ।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ  কর্মশালায় বিএফআরআই'র মহাপরিচালক ডা. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ইনস্টিটিউটের পরিচালক ড. মো. নূরুল্লাহ,  পরিচালক ড. মো.খলিলুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ ।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮০জন সাংবাদিক অংশ নেন।

   

রাইজিংবিডি/ময়মনসিংহ/২৫ জুন ২০১৯/শেখ মহিউদ্দিন/শাহেদ