সারা বাংলা

বৃষ্টি-যানজটে চট্টগ্রাম বিমানবন্দর সড়ক অচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভয়াবহ যানজটে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমাবন্দর সড়ক।

মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় থেকে শুরু করে বন্দর, কাস্টমস ইপিজেড হয়ে পতেঙ্গা পর্যন্ত পুরো বিমাবন্দর সড়কে শত শত গাড়ি যানজটে আটকা পড়েছে। আগে ভাগে বের হয়েও যানজটের কারণে অনেক বিমানের যাত্রীরা তাদের ফ্লাইট মিস করছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা তীব্র যানজটের সত্যতা নিশ্চিত করে বলেছেন যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও সার্জেন্টটা অক্লান্ত পরিশ্রম করছেন। আগের দিনের ভারি বর্ষণে জলাবদ্ধতায় অনেক গাড়ির ইঞ্জিন বিকল হয়ে মূল সড়কে আটকে থাকায় যানজট ভয়াবহ আকার ধারন করেছে বলে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা রাইজিংবিডিকে জানান।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা রাইজিংবিডিকে জানান, যানজট তীব্র আকার ধারন করেছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও যানজট নিরসনে কাজ করছে।

এদিকে সড়কে আটকে থাকা ভুক্তভোগীরা রাইজিংবিডিকে জানিয়েছেন বারিক বিল্ডিং থেকে বিমাবন্দর পর্যন্ত পুরো সড়কটি এখন স্থবির। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে আছে শত শত যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বিমানবন্দরগামী বিমানের যাত্রী এবং হজ যাত্রীরা। নির্দিষ্ট সময়ে বিমাবন্দরে পৌঁছাতে না পারলে অনেক যাত্রী ফ্লাইট মিস করবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে দুপুর পর্যন্ত অনেক যাত্রী ফ্লাইট মিস করেছেন বলে জানা গেছে।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/০৯ জুলাই ২০১৯/রেজাউল/লাকী