সারা বাংলা

ভাইয়ের লাশ খাল পার করতে গিয়ে চাচা-ভাতিজা নিখোঁজ

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের রুমা উপজেলায় ভাইয়ের লাশ খাল পার করতে গিয়ে চাচা-ভাতিজা নিখোঁজ হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রুমা উপজেলার রেমাক্রী ইউনিয়নের সুনসং খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- লালমুনদির বম (৪০) এবং তার বড় ভাইয়ের ৬ বছরের ছেলে। তার নাম জানা যায়নি।

রুমার স্থানীয় ইউপি সদস্য বমনুন বম জানান, চৈক্ষং পাড়ার সমদির বম অসুস্থ হয়ে বান্দরবানের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যায়। বুধবার তার লাশ রুমা উপজেলার দুর্গম এলাকা রেমাক্রী ইউনিয়নের চৈক্ষ্যং পাড়ায় নিয়ে যাওয়ার জন্য সুনসং খালে রশি দিয়ে পার হচ্ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় সমদির বমের লাশ খাল পার করে পাড়ে পৌঁছায় ছোট ভাই লালমুনদির বম। পরে আবার ফিরে এসে মৃত সমদির বমের ছেলেকে পিঠে নিয়ে রশি বেয়ে ফের খাল পার হওয়ার সময় হাত ছুটে স্রোতে ভেসে যায় তারা।

এ ব্যাপারে রুমা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল হক বলেন, দুই জন ভেসে গেছে। এখনো তাদের হদিস মেলেনি। রাইজিংবিডি/বান্দরবান/১০ জুলাই ২০১৯/এস বাসু দাশ/বকুল