সারা বাংলা

ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‘দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে’-এ শ্লোগান নিয়ে শুক্রবার জ্ঞানের আলো পাঠাগারের সামনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং বিচার দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে শিক্ষক সুজিত পোদ্দার, লিটন সাহা, ইউপি সদস্য শাহানুর শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, পাঠাগারের উদ্যোক্তা সন্দীপ সাহা বক্তব্য রাখেন।

বক্তারা ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন  করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১২ জুলাই ২০১৯/বাদল সাহা/সাইফ