সারা বাংলা

চলন্ত অটোরিকশার ওপর পাহাড় ধসে নিহত ২

বান্দরবান প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলায় যাত্রীবাহী চলন্ত সিএনজি চালিত অটোরিকশার ওপর পাহাড় ধসে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অতল বড়ুয়া (৫০) ও সুজয়া অং মার্মা (৪২)।

শনিবার সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে (কাপ্তাই) রাইখালী-বাঙ্গালহালিয়া (রাজস্থলী) বান্দরবান প্রধান সড়কে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশার ওপর পড়ে এবং এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন।

কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এই ঘটনার পর উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রওনা হয়েছে, তবে সড়কে মাটি থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এতে কাপ্তাই উপজেলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, দ্রুত সময়ের মধ্যে লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ব্যাপারে রাঙামাটির উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহম্মেদ রাসেল বলেন, আমি ঘটনাস্থলে আছি, নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাইজিংবিডি/বান্দরবান/১৩ জুলাই ২০১৯/এস বাসু দাশ/লাকী