সারা বাংলা

সাড়ে ১৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় একটি জালের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জব্দ ৮৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ১৭ কোটি টাকা।

রোববার দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করা হয়। পরে ধলেশ্বরী নদীর তীরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান, এদিন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নয়াগাঁও এলাকার আল মদিনা ফিশিং নেট নামে জালের একটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে ৮৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় অবৈধ জাল তৈরির দায়ে ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১৫ জুলাই, ২০১৯/শেখ মোহাম্মদ রতন/লাকী