সারা বাংলা

চোর সন্দেহে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে গণপিটুনিতে হত্যার প্রধান আসামি খালেক মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১২ জুলাই গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে দাদন আলী মীনা (৫৫) কে পিটিয়ে গুরুতর আহত করলে পর দিন সকালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে সদর থানায় আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামি খালেক মৃধা।

পটুয়াখালী জেলার অতিরিক্ত এসপি মো. জসিম উদ্দিন বলেন, পুলিশ রোববার রাতে প্রধান আসামি খালেক মৃধাকে গ্রেপ্তার করেছে।

দাদন আলী মাদারীপুরের শিবচর উপজেলার ডিগ্রিরচর গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন। এ কারণে তিনি বাড়ি থাকতে পারেন না। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান।

জনতার রোষানল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় চৌকিদার আলতাব হোসেন। রাইজিংবিডি/পটুয়াখালী/১৫ জুলাই ২০১৯/বিলাস দাস/বকুল