সারা বাংলা

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বুধবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- যশোরের কোতোয়ালী থানার   মো. জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া (৩৪)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।  আরকেজন হলেন চাঁদপুর জেলা দক্ষিণ মতলব উপজেলার চরমুকুন্দী গ্রামের মো. রেজাউল সওদাগরের ছেলে মো. আসমাউল সওদাগর (৩৫)।

বিজিবি জানিয়েছে, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ভোরে দমদমিয়া এলাকায় নাফ নদীর দিক থেকে কয়েকজন লোককে আসতে দেখে  বিজিবির টহল দল থামার জন্য নির্দেশ দেয়। এসময় তারা না থেমে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি করে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে দুজন নিহত হন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, ১টি বন্দুক ও ৩ টি গুলি উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৭ জুলাই ২০১৯/সুজাউদ্দিন রুবেল/ইভা