সারা বাংলা

কবর থেকে তোলা হচ্ছে স্কুলছাত্রীর লাশ

মৌলভীবাজার সংবাদদাতা : দাফনের ১৩ দিন পর কুলাউড়া উপজেলার বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী কুলসুমা বেগম তসলিমার (১৪) লাশ কবর থেকে তোলা হচ্ছে।

বৃহষ্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে এবং সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিনের উপস্থিতিতে লাশ কবর থেকে তোলা হবে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলসুমা বেগম তসলিমা বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের জহুর উদ্দিনের মেয়ে।

এ বিষয়ে ওসি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৃহস্পতিবার সকালে কবর থেকে তসলিমার লাশ উত্তোলন করা হবে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই মারা যায় কুলসুমা বেগম তসলিমা। এই মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দেয়। প্রেমঘটিত কারণে পরিবারের লোকজনের নির্যাতনে তসলিমা মারা যেতে পারেন বলে ধারণা স্থানীয়দের। যদিও পরিবারের সদস্যরা একে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করছেন। ময়নাতদন্ত ছাড়াই তসলিমার দাফন করেন তারা।

 

রাইজিংবিডি/মৌলভীবাজার/১৮ জুলাই, ২০১৯/সাইফুল্লাহ হাসান/লাকী