সারা বাংলা

নগরবাসীর মুখোমুখি হবেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মেয়র হিসেবে দায়িত্ব পালনের ৪ বছর পূর্তিতে নগরবাসীর মুখোমুখি হতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আগামী ২৫ জুলাই সকাল ১০টায় নগরীর জামাল খান সড়কস্থ রীমা কনভেনশন সেন্টারে মেয়র জনগনের মুখোমুখি হবেন। এ ব্যাপারে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তাও দিয়েছেন মেয়র। মেয়রের দায়িত্ব গ্রহণের ৪ বছর পূর্তিতে নিজের সফলতা ব্যর্থতা সম্পর্কে জনগনের মুখোমুখি দাঁড়িয়ে তাদের প্রশ্নের জবাব দিবেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিটি মেয়র বলেন, আমি জনগণের সেবক। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি শতভাগ দৃঢ়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে তা পালন করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় গত চার বছরে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমরা কী কাজ করেছি, কী করতে পারিনি, আরও কী করা উচিৎ এ নিয়ে চট্টগ্রাম নগরবাসীর মুখোমুখি হবেন বলে জানান মেয়র।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ জুলাই ২০১৯/রেজাউল/লাকী