সারা বাংলা

তিন উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারী, রৌমারী এবং রাজিবপুর উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে গণফোরাম।

রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এবং বন্যা মোকাবেলায় সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবী জানিয়ে গণফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গণফোরাম কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এই সংবাদ সম্মেলনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) আমসা আ আমিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কুড়িগ্রাম দেশের দারিদ্রতম জেলা। এই জেলার ৭০/৮০ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। ভয়াবহ বন্যায় এসব মানুষেরা এখন চরম দুর্ভোগে।’

তিনি এখনই সামরিক বাহিনী, বে-সামরিক বাহিনীসহ সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে বন্যা মোকাবেলা করার ও চিলমারী, রৌমারী এবং রাজিবপুর উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। অন্যথায় তিনি অনেক প্রাণহানি আশঙ্কা প্রকাশ করেন। তিনি সরকারকে দ্রুত কুড়িগ্রাম জেলার জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার আহবান জানান।

জেলা গণফোরামের আহবায়ক সাইদুল আলম দুলালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিলা সম্পাদিকা জাকিয়া ফেরদৌসীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে গণফোরামের পক্ষ হতে সদর উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

 

রাইজিংবিডি/কুড়িগ্রাম/২১ জুলাই ২০১৯/বাদশাহ্ সৈকত/টিপু