সারা বাংলা

এয়ার মিনিবাস থেকে ৬৪ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের রিজেন্ট এয়ারের যাত্রী বহনে নিয়োজিত একটি মিনিবাস থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এসব স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ স্বর্ণবার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, গোপন তথ্য পেয়ে বিমানবন্দর টার্মিনাল থেকে যাত্রী বহনে নিয়োজিত রিজেন্ট এয়ার লাইন্সের একটি মিনিবাসে তল্লাসী চালানো হয়। এই সময় বাসের একটি আসনের কাছে পরিত্যাক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ জুলাই ২০১৯/রেজাউল/লাকী