সারা বাংলা

যশোরে পুলিশের গুজববিরোধী র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, যশোর: ‘গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’, ‘গুজব এবং গণপিটুনির মতো কাজকে প্রতিহত করুন’ ইত্যাদি নানা স্লোগানে র‌্যালি করেছে যশোর পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার সকালে এ র‌্যালির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ। শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, গোলাম রব্বানী, যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবার, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি-২২৭ সভাপতি মামুন উর রশিদ বাচ্চু, যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন প্রমুখ।

র‌্যালি উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘কোন প্রকার গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে থানা পুলিশের নিকট অথবা ৯৯৯ নাম্বারে কল করে জানাবেন।’

র‌্যালি থেকে গুজব বিরোধী লিফলেটও বিতরণ করে যশোর পুলিশ প্রশাসন।

 

রাইজিংবিডি/যশোর/২৫ জুলাই ২০১৯/বি এম ফারুক/টিপু