সারা বাংলা

ময়মনসিংহে ব্রহ্মপুত্রের বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা কোনাপাড়ায় ব্র‏হ্মপুত্র নদের প্রায় ৩০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের দু’শতাধিক ঘরবাড়িসহ অনেক এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।

গ্রামবাসীরা জানান, বুধবার ইঁদুরের গর্তের ভেতর দিয়ে পানি ঢুকে বাঁধে ফাটল দেখা দেয় এবং ধীরে ধীরে ফাটল বড় হয়ে পানির তোড়ে বাঁধ ভেঙে যায়। মুহুর্তের মধ্যে প্রবল বেগে পানি প্রবেশ করেছে চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এতে দুপুর নাগাদ চরসিরতা ইউনিয়নের কোনাপাড়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়া সদর উপজেলার জেলাখানাচর, চর গোবিন্দপুর, দূর্গাপুর, বোররচর, চরসিরতা, বিনপাড়া ও চরহাসাদিয়া গ্রামের দুই বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে দু’শতাধিক ঘরবাড়ি, আমন ধানের বীজতলা ও শাক-সবজিসহ ফসলি জমি। কয়েকটি খামারের পুকুর তলিয়ে যাওয়ায় কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। গরু-ছাগল নিয়ে ভানবাসি মানুষ অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

বাঁধ ভেঙে যাবার পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম গালিভ খাঁন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মো. জহুরুল ইসলাম জানান, ২০০১ সালে ব্রহ্মপুত্র নদের পশ্চিমতীরে ২৩ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। চলতি বর্ষা মৌসুমে পানি বাড়ার কারণে দু’দিন ধরে ঝুঁকিপূর্ণ বাঁধের বিভিন্ন জায়গায় মাটি ভরাটসহ সংস্কার কাজ চলছে। যত দ্রুত সম্ভব, বাঁধটি সংস্কার করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (যুগ্ম-সচিব) এ কে এম গালিভ খাঁন জানান, জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। ঘরের আসবাবপত্র বিনষ্ট হয়েছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। বাঁধটি দ্রুত সংস্কার  করা না হলে ওই এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিবে বলেও মনে করেন তারা। রাইজিংবিডি/ময়মনসিংহ/২৫ জুলাই ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাজেদ