সারা বাংলা

চট্টগ্রামে ৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে এক সপ্তাহে ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে তাৎক্ষনিক চিকিৎসা শুরু হওয়ায় কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, এখন পর্যন্ত নগরীতে ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সাত জন শনাক্ত হয়েছে।

শনাক্ত ডেঙ্গু রোগীদের অধিকাংশই সুস্থ হয়ে গেছেন বলে সিভিল সার্জন জানান। শুক্রবার শনাক্ত সাত রোগী নগরীর কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ডেঙ্গু প্রতিরোধে নগরীতে মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চসিক। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ জুলাই ২০১৯/রেজাউল/বকুল