সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধিরা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মিয়ানমারের প্রতিনিধিরা।

ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করছেন মিয়ানমারের ১৫ সদস্যের প্রতিনিধি দল।

শনিবার দুপুর দেড়টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এ পৌঁছায়। তারা রোহিঙ্গাদের বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। এরপর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন ৩৫ জন রোহিঙ্গা। এদের মধ্য ৭ নারী ও ২৮ জন পুরুষ রয়েছেন।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামাল ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সেখানে আছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক চাপের মুখে দ্বিতীয়বারের মত প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার।

 

রাইজিংবিডি/কক্সবাজার/২৭ জুলাই ২০১৯/ সুজাউদ্দিন রুবেল/ইভা