সারা বাংলা

কিশোরগঞ্জে ৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এসব রোগী জ্বরে আক্রান্ত হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের শরীরে ডেঙ্গু রোগের লক্ষণ পাওয়া যায়।

রোববার সকাল থেকেই জেলায় জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৯৩ জন রোগী প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের মধ্যে ৩২ জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ও ২৫ জনকে বাজিতপুরের ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের কোন লক্ষণ না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এছাড়াও বাকি ৩৬ জন জেলা সদর, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল তত্বাবধায়ক সুলতানা রাজিয়া রাইজিংবিডিকে জানান, সারাদেশেই ডেঙ্গুর প্রভাব বিস্তার করেছে। তাই মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত কিশোরগঞ্জে স্থানীয়ভাবে ডেঙ্গুর প্রভাব পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ এখন অনেক সচেতন। একটু জ্বরের প্রাদুর্ভাব হলেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে আলাদা একটি কর্ণার করে দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান রাইজিংবিডিকে জানান, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে আতঙ্কিত হবার কিছু নেই। জেলার প্রতিটি হাসপাতালে চিকিৎসা সেবার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আক্রান্ত রোগীদের ডেঙ্গু রোগের উৎপত্তি কিশোরগঞ্জ নয়। তারা প্রায় সকলেই ঢাকা থেকে কিশোরগঞ্জ নিজ বাড়িতে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন। রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২৮ জুলাই ২০১৯/রুমন চক্রবর্তী/লাকী