সারা বাংলা

শিশু হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শিশু শিক্ষার্থী জারিন নুসাইবা ফুল হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ আউয়াল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার চান্দিনা উপজেলার কঙ্গাই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রুবেল (১৯) ও কোতোয়ালি মডেল থানার পশ্চিম বাগিচাগাঁও এলাকার সেলিম চৌধুরীর ছেলে আবদুল্লাহ আল মামুন প্রিয় (১৯)।

নিহত শিশু ফুল (৮) কুমিল্লা নগরীর নুরপুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং সে হাউজিং এস্টেটস্থ কিন্ডার গার্টেনের কেজি শ্রেণির ছাত্রী ছিল।

ফুলকে তার বাড়ির সামনে থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণে পাঁচ দিন পর পুকুর থেকে ফুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। রাইজিংবিডি/কুমিল্লা/২৯ জুলাই ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল