সারা বাংলা

ছয় দিনে ৩০ ডেঙ্গু রোগী ওসমানী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাতে ঢাকা থেকে ডেঙ্গু টেস্ট কিট পাঠানো হয়েছে। এগুলো হাসপাতালে বিতরণ করা হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিশির চক্রবর্তীকে প্রধান করে একটি টিমও গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে চিকিৎসায় নিয়োজিত আছেন।

হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মইনুদ্দিন বলেন, এ পর্যন্ত সিলেটে যেসব ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছেন, তারা সকলেই ঢাকা ছিলেন। সেখান থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে এসেছেন।

জরুরি কাজ না থাকলে এই সময়ে ঢাকা না যেতে পরামর্শ দিয়েছেন তিনি। রাইজিংবিডি/সিলেট/৩০ জুলাই ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/রফিক