সারা বাংলা

অপহরণের একদিন পর ৩ শ্রমিক উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার রূপপুর গ্রামের তিনজন শ্রমিককে অপহরণের এক দিন পর বুধবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ একজনকে আটক করেছে।

অপহৃত ব্যক্তিরা হলেন, আমিনপুর থানার রূপপুর গ্রামের রিপন হোসেন, ফজলুর রহমান ও সুমন হোসেন। তারা পেশায় মাটি কাটা শ্রমিক।

পুলিশ ও স্বজনরা জানান, গত মঙ্গলবার কাজের কথা বলে তাদের বগুড়ায় নিয়ে যায় কতিপয় ব্যক্তি। বগুড়া পৌঁছানোর পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে রিপনের মোবাইল থেকে তার শ্যালক নয়নের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অহরণকারী চক্র। মুক্তিপণ না দিলে তিন জনকে হত্যার হুমকি দেয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে অপহরণের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তাদের উদ্ধারের অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিরাজগঞ্জের কামারখন্দ থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ওসি জানান, উদ্ধারকারীদের সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত এই চক্রের অন্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।  রাইজিংবিডি/পাবনা/৩১ জুলাই ২০১৯/শাহীন রহমান/বকুল