সারা বাংলা

ছিটমহল বিনিময়ের চার বছর পূর্ণ

কুড়িগ্রাম সংবাদদাতা: বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল বিনিময়ের মধ্যদিয়ে হাজার হাজার মানুষের বন্দি জীবনের অবসান ঘটে ২০১৫ সালের ৩১ জুলাই।

কুড়িগ্রামে বিলুপ্ত ছিটবাসীরা নানা আয়োজনে ছিটমহল বিনিময়ের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করেছে ।

দিবসটি স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিট দাসিয়ার ছড়ায় ৩১ জুলাই রাত ১২ টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, ছিট বিনিময় সমন্বয় কমিটি দাসিয়ার ছড়া শাখার সভাপতি মো: আলতাফ হোসেন ।

১৯৭৪ এ ইন্দিরা-মুজিব চুক্তি ও ২০১১ সালে হাসিনা-মনমোহনের প্রটোকল স্বাক্ষর হয়। এরই প্রেক্ষিতে ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ছিটমহল নামটির বিলুপ্তি ঘটে। মুক্তি মেলে দু’দেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের প্রায় ৫১ হাজার মানুষের।

এরমধ্যে কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে থাকা ১২টি বিলুপ্ত ছিটমহল রয়েছে।

 

রাইজিংবিডি/কুড়িগ্রাম/১ আগস্ট ২০১৯/বাদশাহ্ সৈকত/টিপু