সারা বাংলা

প্যারোডি গানে গুজব ছড়ানো আলমগীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: প্যারোডি গান বানিয়ে কল্লা কাটা গুজব রটনাকারী আলমগীর বিন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি জনপ্রিয় গানকে প্যারোডি করে কল্লা কাটা গুজব ছড়াচ্ছিলেন তিনি। তাকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। আলমগীর স্থানীয় নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে আলমগীর বিন কবিরকে গ্রেপ্তারের এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) একেএম এমরান ভূইয়া।

তিনি জানান, আলমগীর বিন কবিরকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলা রয়েছে। আলমগীর নবজাগরণ শিল্পীগোষ্ঠীর ব্যানারে চট্টগ্রামের আঞ্চলিক কথায় ৫ মিনিট ৫৩ সেকেন্ডের একটি গানের একটি ভিডিও তৈরি করে। এই ভিডিওর মাধ্যমে কল্লা কাটা ছেলে ধরা গুজব রটানো হচ্ছিল। এই ব্যাক্তির কাছ থেকে ভিডিওচিত্র ধারণের কাজে ব্যবহৃত ২টি কর্ডলেস মাইক্রোফোন, বিভিন্ন ধরনের গান লেখা ৩টি নোটবুক জব্দ করা হয়।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১ আগস্ট ২০১৯/রেজাউল/টিপু