সারা বাংলা

ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘন্টায় ৩৪ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রতিদিনই বাড়ছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়ে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল পর্যন্ত ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রোগীদের সবাই ঢাকায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের ৩১ নং ওর্য়াডে, নারীদের ১১, ১২ ও ২৭ নং ওয়ার্ডে এবং পুরুষদের ১৩, ১৪ ও ১৫ ওর্য়াডে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে ওষুধ ও মশারী।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবি শামসুজ্জামান সেলিম বলেন, বর্তমানে ১৬৮ জন রোগী এ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে বৃহস্পতিবার ভর্তি হয়েছেন ৩৪ জন ডেঙ্গু রোগী। আর ১৯ জন রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছেন। রাইজিংবিডি/ময়মনসিংহ/১ আগস্ট ২০১৯/ শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাজেদ