সারা বাংলা

কাস্টমসের ৭ কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নগরীর কাস্টমস হাউজের ৭ জন কর্মকর্তা ও ১৭ আমদানিকারকসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার চট্টগ্রামস্থ দুদকের বিভাগীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন দুদকের চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. লুৎফুল কবির চন্দন। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে পণ্য খালাসসহ অর্থ আত্মসাতের দায়ে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রেস ব্রিফিং-এ উপ-পরিচালক বলেন, ২০১০-১১ সালে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত পণ্য প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করে মোট ২ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকা কাস্টমস ডিউটি ফাঁকি দিয়েছে। এই ঘটনায় দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা, আফরোজা হক খান এবং উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বন্দর থানায় দায়েরকৃত এসব মামলা দুদক তদন্ত করার পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ আগস্ট ২০১৯/রেজাউল/বুলাকী