সারা বাংলা

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর মনোহরদী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী মারা গেছে। তিনি ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হন।

মৃত ফাহিমা আক্তার (৩০) মনোহরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশ্রাফ আলীর মেয়ে।

ফাহিমার পরিবার সূত্রে জানা যায়, ফাহিমা ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন। সেখানে গত ৩১ জুলাই জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন ফাহিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ওষুধ লিখে দিলে রোগীকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থা একটু ভালো হলে সোমবার সকালে তাকে গ্রামের বাড়ি মনোহরদী নিয়ে আসা হয়। দুপুরে অবস্থা খারাপ দেখে তাকে মনোহরদীর একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।

আজ মঙ্গলবার সকালে তার দাফন করা হয়েছে। রাইজিংবিডি/নরসিংদী/৬ আগস্ট ২০১৯/গাজী হানিফ মাহমুদ/বকুল