সারা বাংলা

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সাতক্ষীরা প্রতিনিধি :  যতই দিন যাচ্ছে সাতক্ষীরায় ততই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনিয়ে বুধবার পর্যন্ত সাতক্ষীরায় মোট ১০৩ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানায়, এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৫৫ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪১ জন। অন্যত্র রেফার করা হয়েছে আরো ৫ জনকে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ জন। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কালিগঞ্জ, শ্যামনগর ও কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে র‌্যালি, আলোচনাসভা, ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।

অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। রাইজিংবিডি/সাতক্ষীরা/৭ আগস্ট ২০১৯/শাহীন গোলদার/বুলাকী