সারা বাংলা

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর সংবাদদাতা : বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোটের চলাচল। এর আগে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মাত্র ৬টি ফেরি চলাচল শুরু করেছে। তবে বন্ধ আছে লঞ্চ ও স্পিডবোটের চলাচল।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বাতাস ও বৃষ্টি থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। সকাল থেকেই বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি পরতে থাকায় নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ দেখা দিয়েছে। অন্যদিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় বিপাকে পরেছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সাড়ে ৭টা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, রাত থেকেই প্রচণ্ড বাতাস বইতে থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। সকাল সাড়ে ৮টা থেকে মাত্র ৬টি ফেরি চলাচল করছে। পদ্মা উত্তাল থাকায় চলাচল ব্যহত হচ্ছে। আবহাওয়া ভাল হওয়া সাপেক্ষে আবার চলাচল শুরু হবে। রাইজিংবিডি/মাদারীপুর/৭ আগস্ট ২০১৯/বেলাল রিজভী/বুলাকী