সারা বাংলা

‘মিডিয়ার কারণে ডেঙ্গু আতঙ্ক’

নিজস্ব প্রতিবেদক, যশোর : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, মিডিয়ায় যেভাবে ডেঙ্গু নিয়ে লেখালেখি হচ্ছে, সেভাবে ডেঙ্গু আক্রান্ত হয়নি, মিডিয়ার কারণে মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার দুপুরে যশোর জিলা পরিষদ আয়োজিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে ৩২০ শিক্ষার্থীর মাঝে ১৬ লাখ টাকা হস্তান্তর করা হয়।

মন্ত্রী আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। তাহলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের ওষুধ চলে আসবে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায়।

জিলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউল আরিফ, জিলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ। রাইজিংবিডি/যশোর/৭ আগস্ট ২০১৯/বি এম ফারুক/বুলাকী