সারা বাংলা

‘রাজা ও বাবু’ সাতক্ষীরার সেরা!

সাতক্ষীরা সংবাদদাতা: রাজা ও বাবু’র দাম ১৩ লাখ টাকা বললেও বিক্রি করতে রাজি হননি খামারি কৃষ্ণপদ সরকার, তার দাবি ২০ লাখ টাকা।

এই খামারির দাবি, তার রাজা ও বাবু সাতক্ষীরার এবারের কোরবানি পশুর বাজারে সবচাইতে বড় আকারের ও বেশি ওজনের গরু। এরমধ্যে রাজার ওজন ২৫ মন ও বাবুর ওজন ২০ মন।

সাতক্ষীরা সদরের গোয়ালপোতা গ্রামের কৃষ্ণপদ চার বছর ধরে পালন করছেন এই হলস্টেইন ফিজিয়ান জাতের গরু দু’টি।

কোরবানির ঈদকে সামনে রেখে কৃষ্ণপদ গরু দু’টির দাম হাঁকাচ্ছেন ২০ লাখ টাকা। এরই মধ্যে ঢাকার এক ব্যাপারি এই গরু দু’টির দাম ১৩ লাখ টাকা বলেছে। কিন্তু বিক্রয় করতে রাজি হননি তিনি। ২০ লাখই চাই তার।

কৃষ্ণপদ জানান, বিশাল আকারের এই গরু দু’টির পরিচর্যা করা খুবই কঠিন। দিনে ২/৩ বার গোসল করাতে হয়। সারাদিনই প্রায় গরু দু’টির যত্ন করতে হয়। তার খামারে আরো যে ১০টি গরু আছে, তাদের যত্ন নেওয়াই দায়। তার আশা এখন বাড়ি থেকেই যেন গরু দু’টি ন্যায্য মূল্যে বিক্রি করা যায়।

তিনি জানান, গরু দু’টির পেছনে তার বছরে ২ থেকে ৩ লাখ টাকা খরচ। খাবারের তালিকায় আছে, ভুসি, শুকনা খড়, ঘাস, কুড়া, ইত্যাদি। একবস্তা ভুসিতে যায় মাত্র ২ দিন।

তিনি বলেন, ‘গরু দুটি দেখতেও রাজার মতো, খায়ও রাজার মতো। এ কারণে গরু দু’টির নাম রেখেছি রাজা ও বাবু।’

 

রাইজিংবিডি/ সাতক্ষীরা/৮ আগস্ট ২০১৯/শাহীন গোলদার/টিপু