সারা বাংলা

ময়মনসিংহে আদিবাসী দিবস উপলক্ষে ১১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১১ দফা দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, ময়মনসিংহ শাখা ।

এর আগে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসীদের মধ্য থেকে মন্ত্রীত্ব দেয়া, কোটা সংরক্ষণ, হয়রানিমূলক বন মামলা প্রত্যাহারসহ অবিলম্বে ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি হিল্লোল নকরেক, মহাসচিব অরণ্য- ই- চিরান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক সুজিত মানকিন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, টিআইবি’র এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান নোমান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। এ সময় গারো ছাত্র সংগঠনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ ময়মনসিংহ/ ০৮ আগস্ট ২০১৯/ শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাজেদ